নিজস্ব প্রতিবেদন: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধাতালিকা নিয়ে অভিযোগের পাহাড়! সমস্ত অভিযোগের জবাব দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাছে আরও ৩ মাস সময় চাইল স্কুল সার্ভিস কমিশন (SSC)।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন (SSC), কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চকে জানিয়েছে, ২৫ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১ মাসে ৬৫৯৭ অভিযোগের নিষ্পত্তি করতে পেরেছে কমিশন। বাকি ১৮ হাজার অভিযোগের নিষ্পত্তি করতে ন্যূনতম ৩ মাস সময় চাই।
 
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিককে দিয়ে অভিযোগের নিষ্পত্তি করার জন্য ৩ মাস সময় চেয়ে আদালতে আবেদন করেছে স্কুল সার্ভিস কমিশন। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।


আরও পড়ুন- By-Poll: হিন্দুস্তান কখনও পাকিস্তান হবে না, বাংলাই রক্ষা করবে, হিন্দিভাষীদের বার্তা Mamata-র


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)