SSC Case | Calcutta High Court: `এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন`, এসএসসি মামলার শুনানি শেষে মন্তব্য বিচারপতির
এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন। এমনই মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। বিচারপতির মন্তব্য, ‘অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হাওয়া উচিত’। বিচারপতি বসাক আরও জানিয়েছেন, ‘বিধিবদ্ধ সংস্থার আধিকারিকদের জন্য ফৌজদারি মামলা তো আছেই’।
অর্ণবাংশু নিয়োগী: বিশেষ বেঞ্চে হল এসএসসি মামলার শুনানি। শেষ হল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। শুনানির শেষে রায়দান স্থগিত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হয় বিশেষ বেঞ্চ। গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয় শুনানি। প্রায় সাড়ে তিন মাস চলল এই শুনানি।
শুনানিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল, ‘ঘোষিত শূন্যপদের থেকেও বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে’। তিনি আরও বলেন, ‘এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হয়েছে। প্রশাসনিক স্তরে যে আধিকারিকরা যুক্ত তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক। এই সব টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এটা সুপরিকল্পিত অপরাধ’।
তিনি দাবি করেন, ‘এই মামলার প্রেক্ষিতে আদালত যদি দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয় তাহলে এই অপরাধপ্রবণতা কমবে না। অপরাধীরা এই ধরনের অপরাধ করতেই থাকবে’।
বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী প্রমিত রায় বলেন, ‘এসএসসি এবং CBI, কেউই বিশ্বাসযোগ্য নয়’।
এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন। এমনই মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। বিচারপতির মন্তব্য, ‘অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হাওয়া উচিত’। বিচারপতি বসাক আরও জানিয়েছেন, ‘বিধিবদ্ধ সংস্থার আধিকারিকদের জন্য ফৌজদারি মামলা তো আছেই’।
আরও পড়ুন: Garden Reach Building Collapse: মৃত বেড়ে ১০, গার্ডেনরিচকাণ্ডে এবার গ্রেফতার জমির মালিক!
আইনজীবী প্রমিত রায়ের সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেন, ‘তাহলে কার উপর আমরা বিশ্বাস করব?’
উত্তরে আইনজীবী প্রমিত রায় জানান, ‘আদালত নিজের স্বতন্ত্র সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখুক’।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, ‘এই আদালত তো OMR দেখার সুযোগ দিয়েছিল। কত জন এসে বলেছেন যে এই OMR আমার নয়?’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)