রণয় তিওয়ারি: মায়ের অন্তেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য ৪৮ ঘন্টার প্যারোলে বাইরে এলেন অর্পিতা মুখোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতারির দু'বছর অতিক্রান্ত। পার্থ এবং অর্পিতা দুজনেই জেলে বন্দি। কিন্তু ৭৬ বছর বয়সে অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। বুধবার রাত ৮.০৫মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। এদিকে মায়ের মৃত্যুর খবর এসে পৌঁছয় আলিপুর মহিলা সংশোধনগরে বন্দি অর্পিতার কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Mamata Banerjee: বাজারে আগুন! 'আলু কেন বাইরে চলে যাচ্ছে'? মুখ্যমন্ত্রীর নিশানায় পুলিস!


মায়ের মৃত্যুর কারণে বিশেষ আদালত বৃহস্পতিবার অর্পিতাকে দু'দিনের জন্য প্যারোল মুক্তির নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা। ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তাঁরা। অর্পিতার টালিগঞ্জ ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছিলেন ইডি কর্তারা।


একইসঙ্গে, প্রচুর বিদেশী মুদ্রা এবং সোনার গহনাও উদ্ধার হয়েছিল ওই ফ্ল্যাট থেকেই। এরপর ওই বছরেরই ২৭ জুলাই, অর্পিতার নামে থাকা বেলঘরিয়া ক্লাব টাউন হাইটস আবাসনে দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ্ টাকা উদ্ধার করে ইডি। সঙ্গে প্রচুর সোনার গহনা। অবশ্য গ্রেফতার হওয়ার পর প্রায় ২বছর চার মাস  হতে চলল।


বৃহস্পতিবার ব্যাঙ্কশাল বিশেষ আদালতে প্যারোলের জন্য আবেদন করা হয়। অর্পিতার আইনজীবী বলেন, ৫দিনের প্যারোলের জন্য আবেদন করা হয়েছিল। আপাতত দু'দিন পাওয়া গিয়েছে। যে সময়ে অর্পিতা বাড়িতে পৌঁছবে ঠিক সেই মুহূর্ত থেকেই কাউন্টিং শুরু হবে।



আরও পড়ুন, WATCH | New Drug in Kolkata: চোখের নিমেষেই এসে পৌঁছাবে ইউক্রেনের ড্রাগ! এক ক্লিকেই দুর্লভ মাদক কলকাতায়...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)