SSC Scam: কীভাবে এসএসসিতে নিয়োগ, শান্তিপ্রসাদ-কল্যাণময়-পার্থকে এবার মুখোমুখি বসিয়ে জেরা!
বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্য়ায়কে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই। সেই আবেদনের উপরই এদিন শুনানি হয়। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সবটা জানেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি-ই `মাস্টারমাইন্ড`!
বিক্রম দাস: এসএসসি দুর্নীতির তদন্তে আজ নিজাম প্যালেসে একসঙ্গে পার্থ চট্টোপাধ্য়ায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এসএসসি অ্য়াডভাইসারি কমিটির প্রাক্তন চেয়ারম্যান এস পি সিনহা। এসএসসি দুর্নীতির তদন্তে অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন ছিল বলে সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যেই আজ কল্যাণময় গঙ্গোপাধ্য়ায় ও এস পি সিনহাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-ভারতে চিতা এলেও পুজোতেই দেখার সুযোগ পাচ্ছেন না বাঙালিরা!
সিবিআইয়ের হাতে রয়েছে বেশকিছু প্রশ্ন। এর মধ্যে রয়েছে কোথা থেকে আসত চাকরি প্রার্থীদের নাম? কার নির্দেশে সুপারিশপত্র তৈরি হতো? আজ ফের আদালতে পেশ করা হয় শান্তপ্রসাদ সিনহাকে। সেখানে সিবিআই ফের তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করে। মনে করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।
উল্লেখ্য, এর আগে ওই ৩ জনকে আলাদা আলাদা করে জেরা করা হয়। কিন্তু দেখা যাচ্ছে সেইসময় তাঁরা যে বয়ান দিয়েছিলেন তার মধ্যে বিস্তর অসংগতি রয়েছে। সেই অসংগতি দূর করার জন্য ওই ৩ জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। জানা যাচ্ছে আজ শান্তিপ্রসাদ সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে পার্থ চট্টোপাধ্য়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে ওই দুজনকে পার্থর মুখোমুখি বসানো হতে পারে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্য়ায়কে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই। সেই আবেদনের উপরই এদিন শুনানি হয়। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সবটা জানেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি-ই 'মাস্টারমাইন্ড'! তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই দুর্নীতি কাণ্ডের তদন্তে আরও অনেক সূত্র মিলবে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত সিবিআই-এর সেই দাবিকেই মান্যতা দিল। সিবিআই হেফাজতে পাঠাল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
২৩ জুলাই ইডির গ্রেফতারির পর প্রথমে ইডি হেফাজত, তারপর জেল হেফাজত হয় পার্থ চট্টোপাধ্য়ায়ের। এবার আবার সিবিআই হেফাজতে পার্থ। এদিন আলিপুর আদালতে সশরীরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্য়ায়। শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, '২৩ জুলাই পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করে ইডি। কিন্তু এতদিনেও চার্জশিট দিতে পারেনি ইডি। এরপরই আচমকা সিবিআই পার্থ চট্টোপাধ্য়ায়কে হেফাজতে চাইছে। এটা চক্রান্ত।' পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়েরও সিবিআই হেফাজত হয়েছে।