জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেকে চাকরির জন্য সুপারিশ করেছিল তাঁকে, কিন্তু পত্রপাঠ তা খারিজ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। স্পষ্টত জানিয়েছিলেন, তিনি নিয়োগকর্তা নন তাই এ বিষয়ে কোনও সাহায্য় করতে পারবেন না। বৃহস্পতিবার এ বিষয়েই মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আদালতে যাওয়ার পথে পার্থ বললেন, 'আমাকে অনেকে তদ্বির করেছে কিন্তু তাদের বলেছি কিছু করতে পারব না, আমি নিয়োগকর্তা নই। এ ব্যাপারে সাহায্য তো দূরের কথা কোনও কাজ বেআইনি করতে পারব না।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, DA Strike | Youth TMC: ডিএ মঞ্চের কাছে সভা যুব তৃণমূলের, সমস্যা এড়াতে বিশেষ নির্দেশ নেতৃত্বের


প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে শোনা গেল সূজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের নামও। তিনি বলেন, পরিস্কার ভাষায় বলছি যে সূজন চক্রবর্তী, 'শুভেন্দু অধিকারী ও দিলীপ বাবুরা বড় বড় কথা বলছেন তারা নিজেদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন। ২০০৯-১০-র সিএজি রিপোর্ট (কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল) পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছে যেহেতু আমি তাদেরকে বলেছি, করতে পারব না। আমি নিয়োগকর্তা নই।'  সাংবাদিকদের তিনি আরও বলেন, 'শুভেন্দু অধিকারীর ১১-১২ সালটা দেখুন না। ডিপিএসসি-তে কী করেছেন দেখুন না।' 


তবে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, অয়ন শীলকে তিনি চেনেন না। আদালতে ঢোকার মুখে তিনি বলেন, 'কোনও শীলকে চিনি না।' এদিন আলিপুর আদালতে পেশ করা হবে পার্থ-তাপস-কুন্তলকে। সিবিআই মামলার শুনানি হবে। এদিন পাঁচ মিনিট বলতে দেওয়ার জন্য আবেদন করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, জামিনের আবেদন করতে পারেন নিয়োগ কাণ্ডে ধৃতরা। 


প্রসঙ্গত, বৃহস্পতিবার তিনি পাঁচ মিনিট সময় চেয়েছেন বিচারপতির কাছে। আদালতকে কিছু বলতে চান পার্থ চট্টোপাধ্যায়। সেটা যাতে বলতে পারেন, সেই জন্য তিনি ওই সময় চেয়েছেন। গত জুলাই মাসের ২৩ তারিখ নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিলেন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের গোয়েন্দারা। তারপর প্রায় বছর ঘুরতে চলল, জেলেই রয়েছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব।



আরও পড়ুন, SSC: এসএসসি-র গ্রুপ সি-র কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ নয়, জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)