Arpita Mukherjee News: ১৮ কানের দুল থেকে ৫০০ গ্রামের ৬ সোনার কঙ্কন, অর্পিতার সোনার সংসারে আর কী রয়েছে?
Arpita Mukherjee News: গত ২২ জুলাই অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। বিপুল টাকার পাশাপাশি তল্লাশিতে উদ্ধার হয় ২২টি মোবাইল ফোন ও বেশ কিছু ইলেকট্রেনিক ডিভাইস। পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করাও হতে পারে ইডি। সেই জিজ্ঞাসাবাদ থেকে কিছু বেরিয়ে আসে কিনা সেদিকে তাকিয়ে সকলে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় ২৮ কোটি টাকার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনার গয়না। উদ্ধার হওয়া গয়নার পরিমাণ চার কোটি ৩১ লক্ষ। উদ্ধার হওয়া গয়নার তালিকা আদালতে পেশ করেছে ইডি। তালিকায় রয়েছে ১৮টি সোনার কানের দুল, ৯টি নেকলেস, ৪টি বড় গলার হার, ৫টি সোনার আংটি, ১১টা সোনার চুড়ি, ৭টি সোনার চেন, একটি সোনার পেন এবং ৬টি সোনার কঙ্কন, যার এক একটির ওজন ৫০০ গ্রাম করে। এই বিপুল পরিমাণ গয়না দেখে কার্যত তদন্তকারীদের চক্ষুচড়ক গাছ। কোথা থেকে এল এই বিপুল গয়না? তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে চারদিকে শোরগোল। হঠাৎই ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে যায় ইডি। ডায়মন্ড সিটি সাউথের ওই ফ্ল্যাট থেকে উদ্বার হয় বিপুল অঙ্কের টাকা, গয়না, মোবাইল এবং বৈদেশিক মুদ্রা। ঠিক এরপরের দিন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হন। অর্পিতা মুখোপাধ্যায়কেও পাকড়াও করা হয়। ইডির বিশেষ আদালত, পার্থ এবং অর্পিতাকে ৫ অগাস্ট পর্যন্ত হেফাজতের রাখার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, ইডি দফতরের একটি রুমে অর্পিতাকে রাখার ব্যবস্থা করা হয়। সিজিও কমপ্লেক্সের আট তলায় আলাদা রুমে (অস্থায়ী “লকআপ”) পার্থ চট্টোপাধ্যায়কেও রাখা হয়।
আরও পড়ুন: SSC Scam: শান্তিনিকেতনে ইডির বিশেষ দল! ‘অপা’-র সম্পত্তির হদিশ পেতে তল্লাশি
অভিযোগ থাকায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। ফ্ল্যাটের দরজা খুলতেই তদন্তকারী অফিসাররা অবাক হয়ে য়ান। তাঁদের চক্ষুচড়ক গাছ হয়ে যায়। ফ্ল্যাটের অন্দরে টাকার পাহাড় দেখতে পান তাঁরা। সেখানে তল্লাশি চালিয়ে ২৯ কোটি ৯০ লক্ষ টাকা, ৫ কেজি সোনার বার, ৪.৩১ কোটি টাকার সোনা এবং প্রচুর জমির দলিল উদ্ধার করে তদন্তকারী দল। ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটের বাথরুম থেকেও বিপুল টাকা উদ্ধার হয়েছে। ১০টি ট্রাঙ্কে ভরে সেই টাকা নিয়ে যায় ইডি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় টাকা উদ্ধার হয়। তার আগে টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাটেও তল্লাশষই চালায় ইডি। সেখানে উদ্ধার হয় নগদ প্রায় ২২ কোটি টাকা। ৫৮ লক্ষ টাকার সোনাই নয় বৈদেশিক মুদ্রা এবং ২০টি মোবাইল ফোনও উদ্ধার করে ইডি।