SSC Scam: শান্তিনিকেতনে ইডির বিশেষ দল! ‘অপা’-র সম্পত্তির হদিশ পেতে তল্লাশি
বুধবার সাতসকালে জেলায় অভিযানে ইডি। ৫ টি গাড়িতে সিজিও থেকে বেরিয়েছেন আধিকারিকরা। ইতিমধ্যেই শান্তিনিকেতনের পথে ইডির আরও একটি টিম রওনা দিয়েছে। পার্থ-অর্পিতার বেনামি সম্পত্তির খোঁজ করতেই এই অভিযান বলে প্রাথমিক সূত্রে খবর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) আরও সম্পত্তির হদিশ মিলবে? বুধবার সাতসকালে জেলায় অভিযানে ইডি (ED)। ৫টি গাড়িতে সিজিও (CGO) থেকে বেরিয়েছেন আধিকারিকরা। ইতিমধ্যেই শান্তিনিকেতনের পথে ইডির আরও একটি টিম রওনা দিয়েছে। পার্থ-অর্পিতার (Partha-Arpita) বেনামি সম্পত্তির খোঁজ করতেই এই অভিযান বলে প্রাথমিক সূত্রে খবর। তদন্তকারীদের বিশাল একটি দল মঙ্গলবার রাতেই শান্তিনিকেতনে পৌঁছে যায়। এবার শান্তিনিকেতনে পার্থের বিভিন্ন বাড়ি (ইডির দাবি)-তে তল্লাশি হতে পারে।
এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় পার্থের গ্রেফতারির পর একাধিক জায়গায় তাঁর নামে-বেনামে প্রচুর সম্পত্তি আছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা। শান্তিনিকেতনে অপা-দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অপা, তিতলি-ছাড়াও চারটে বাড়ির হদিশ মিলেছে। এবার সেই সম্পত্তিগুলিরই খোঁজ করছে ইডি। বীরভূমে বিভিন্ন দলে ভাগ হয়ে তল্লাশি করবে।
এখনও পর্যন্ত অর্পিতার যা যা সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে এবং যে যে সম্পত্তির দিকে তাঁদের নজর রয়েছে, তার আনুমানিক বাজারমূল্য ১০০ কোটির টাকারও বেশি। এর মধ্যে অর্পিতার দুই ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই ৫৫ কোটি ৪৩ লক্ষ টাকার সম্পত্তি উদ্ধার হয়ে গিয়েছে। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। সেই সঙ্গে ৫৬ লক্ষ টাকার বিদেশি মুদ্রা ও ৭৬ লক্ষ টাকার সোনার গয়না। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার হয়েছে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ৪ কোটি ৩১ লক্ষ টাকার সোনার গয়না। যার মধ্যে রয়েছে ২টি সোনার ঘড়ি, একটি সোনার পেন, এক কেজি করে ৩টি সোনার বাট, ৫০০ গ্রাম করে ৬টি কাঁকন, একাধিক রিয়েল এস্টেট কোম্পানির দলিল।
অন্যদিকে, সময় এলে সবকিছু বলব, পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্যকে হাতিয়ার করেই বুধবার তাঁকে আরেক দফা নিজেদের হেফাজতে রাখার আর্জি জানাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন নগর আদালতের ইডি স্পেশাল কোর্টে আর্জি করতে পারে তদন্তকারী দল। অফিসারদের দাবি, থিতু হওয়ার জন্য সময় চাইছেন পার্থ। ২৪ জুলাই গ্রেফতার হওয়ার পর থেকে অর্পিতা ইডির বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছেন।
আরও পড়ুন, SSC Scam: জুতোকাণ্ডের পর সুরক্ষা বাড়ছে পার্থর, ইডি হেফাজতে রাখার আর্জি কোর্টে