শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ব্যবধান মাত্র ছয়দিনের। প্রাথমিকের পর এবার নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শূন্যপদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য। শূন্যপদ? ১৯ হাজার। বিদ্যালয় পিছু কোন ক্যাটেগরিতে শূন্যপদ কত? পুজোর আগে তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হল রাজ্যে অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'। হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। এসএসসি নিয়োগকাণ্ডে এখন জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে যখন গ্রেফতার করেছে ইডি, তখন সিবিআই জালে উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান এসপি সিনহা ও সদস্য অশোক সাহা। এদিন নিজাম প্যালেসে জেরার পর, প্রাক্তন পর্ষদ সভাপতি কল্য়াণময় গঙ্গোপাধ্যায়কেও গ্রেফতার করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হতে পারে বলে সূত্রের খরব।


আরও পড়ুন: Calcutta High Court: তৃণমূল কাউন্সিলের যোগসাজশে বদলি? হাইকোর্টের দ্বারস্থ শিক্ষিকা


এদিকে কয়েকদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, 'নতুন নিয়োগে কোনও বাধা নেই। পুজোর আগেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে'। বস্তুত, এসএসসি কর্তাদের সঙ্গে নিয়োগ নিয়ে বৈঠকও করেছিলেন তিনি। এবার সেই লক্ষ্যেই আরও একধাপ এগোল রাজ্য। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শূন্য শিক্ষক পদে সংখ্যা ১৯ হাজার। এদিন রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয় দফতরে কর্তাদের সঙ্গে বৈঠক করেন এসএসসি কর্তারা। কোন স্কুলে কোন ক্যাটেগরিতে কতগুলি পদে খালি? পুজোর আগেই তালিকা চলে আসবে। তারপর শুরু হবে নিয়োগের মূল প্রক্রিয়া।


এদিকে  পুজোর পর ফের রাজ্য়ে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। কারা আবেদন করতে পারবেন? এখনও পর্যন্ত যাঁরা টেটে পাস করেছেন এবং যাঁদের বয়স চল্লিশের মধ্যে। শুধু তাই নয়, নতুন চাকরীপ্রার্থীদের জন্য যাতে এ বছরই টেট নেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মানিক ভট্টাচার্যের অপসারণের পর, পর্ষদ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম পাল। দায়িত্ব নেওয়ার পরই তিনি ঘোষণা করেছিলেন, এবার থেকে প্রতিবছর টেট হবে। নির্দিষ্ট সময়ে টেট হবে। মেরিট লিস্ট বেরোবে। আমি কথা দিচ্ছি, কোনও  অভিযোগ থাকবে না'। শুধু তাই নয়, প্রথম বৈঠকেই পূজোর পর ফের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদের নবগঠিত অ্যাডহক কমিটি। এমনকী, পুজোর আগে রাজ্যে প্রাথমিক শিক্ষকে শূন্য পদের তালিকাও চলে আসবে। পুজোর পরই নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)