নিজস্ব প্রতিবেদন: স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত ৯টি দেহের ময়নাতদন্ত করা হয়েছে। তার মধ্যে ছয়টি দেহ ময়নাতদন্তের পর তাদের পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি তিনটি দেহ  এখনও পুলিসের হাতেই আছে। তার মধ্যে আছে  আরপিএফ-এর কনস্টেবল সঞ্জয় সাহানি, হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালের দেহ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  প্রশিক্ষণের অভাবেই কি লিফট ব্যবহারের সিদ্ধান্ত? বিভাগীয় তদন্তের নির্দেশ দমকলের


স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত ৯জনের মধ্যে একজনের পরিচয় এখনও মেলেনি। ওই দেহটি পুরোপুরি ঝলসে দলা পাকিয়ে গিয়েছে। শুধু পায়ের কিছু অংশ ছাড়া পাকি দেহটি এতোটাই বিকৃত যে সনাক্তকরণ প্রায় অসম্ভব। এদিকে টেলিকম বিভাগের অফিসার, ৫৬ বছরের সুদীপ দাসের খোঁজ এখনও মেলেনি। তাঁর অফিস ১৩ তলাতেই ছিল।


আরও পড়ুন: WB assembly election 2021: প্রার্থী নিয়ে বিক্ষোভ এবার BJP-র অন্দরেও, 'বিস্ফোরক' অভিযোগ কর্মীদের


সন্ধ্যা সাতটার পর থেকেই তাঁর ফোন সুইচড্ অফ। ফলে ওই দেহটির ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় জানা যাবে না বলে জানিয়েছে পুলিস। যে মৃতদেহের পরিচয় এখনও মেলেনি সেই দেহটি নিতেও কেউ আসেনি। অজ্ঞাতপরিচয় দেহটি সুদীপের বলেই মনে করা হচ্ছে।