সুতপা সেন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্চায়েত নির্বাচনের আগে বেকার যুবকদের ই-রিকশা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। গ্রামাঞ্চলের যুবকদের স্বনির্ভর করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছে। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর প্রকল্পে ১০ হাজার ই-রিকশা দেওয়া হবে। প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৬৫ কোটি টাকা। সুবিধা পাবেন পঞ্চায়েত এলাকার বেকার যুবকরা।  


এক একটি ই-রিকশার দাম ১ লক্ষ ২৫ হাজার টাকা। তার ৩০ শতাংশ টাকা দেবে রাজ্য সরকার। ৬৫ শতাংশ ঋণ দেবে ব্যাঙ্কগুলি। বাকি ৫ শতাংশ দিতে হবে সুবিধাভোগীকে। পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকা নীচে থাকলে এই প্রকল্পে অগ্রাধিকার পাওয়া যাবে। 


আরও পড়ুন- গোটা দেশের চেয়েও পশ্চিমবঙ্গে অধিক হারে বাড়ছে আরএসএস


আপাতত ১০ হাজার জনকে ই-রিকশা দেওয়া হলেও পরে সেই সংখ্যা বাড়ানো হবে। গ্রামের পর শহরতলির যুবকরাও পাবেন এই প্রকল্পের সুবিধা। কলকাতায় ই-রিকশা দেওয়ার পরিকল্পনা আপাতত নেই।


আরও পড়ুন- শুধু নীরব মোদী, বিজয় মালিয়াই নন, দেশ ছেড়ে পালিয়েছেন ৩১ জন


কীভাবে আবেদন করতে হবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে নবান্ন। চলতি মাসেই বিজ্ঞাপন দিয়ে আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ১ এপ্রিল থেকে শুরু হবে অর্থ বণ্টন।


আরও পড়ুন- শরিকি সংঘাত চরমে, বিজেপির সঙ্গ ছাড়ছে টিডিপি