নিজস্ব প্রতিবেদন : ফের করোনায় আক্রান্ত মৃতের পরিবারকে বিশাল অঙ্কের বিল। এবার রুবি হাসপাতালেরর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল স্বাস্থ্য কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাইপাসের ধারে অবস্থিত রুবি হাসপাতালের বিরুদ্ধে কোভিডে আক্রান্ত মৃত রোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য কমিশন। আজ রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানান, নোয়াপাড়ার বাসিন্দা বৃদ্ধা দিপালী গঙ্গোপাধ্যায় ১৪ দিন রুবিতে চিকিৎসাধীন ছিলেন। তারপর সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।


অভিযোগ, ভর্তির সময় হাসপাতালে ২ লাখ ২৫ হাজার টাকা আগাম দেওয়া হয়। তারপরেও মৃত্যুর পর আরও ৩ লাখ ৯২ হাজার দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। টাকার দাবিতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় রাজ্য স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানায় নিম্নবিত্ত পরিবারটি। শুনানি শেষে আজ কমিশন ৩ লাখ ৯২ হাজারের বদলে প্রতি মাসে ৫ হাজার টাকার কিস্তিতে হাসপাতালের বিল বাবদ ১ লাখ ২০ হাজার টাকা মেটানোর নির্দেশ দিয়েছে পরিবারকে।


আরও পড়ুন, বাড়ল ব্যাঙ্ক খোলা থাকার সময়! দুই শনিবারেও মিলবে পরিষেবা