বাড়ল ব্যাঙ্ক খোলা থাকার সময়! দুই শনিবারেও মিলবে পরিষেবা

২০ জুলাইয়ের নির্দেশিকা  অনুযায়ী, চারটি শনিবারই সম্পূর্ণ বন্ধ থাকতো ব্যাঙ্কগুলি। কিন্তু সেখানেই আসছে বদল।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Sep 4, 2020, 02:40 PM IST
বাড়ল ব্যাঙ্ক খোলা থাকার সময়! দুই শনিবারেও মিলবে পরিষেবা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কোভিড যুদ্ধে আমূল পরিবর্তন এসেছে সব জায়গায়। সব পরিষেবাতেই এখন মূল বাধা মারণ ভাইরাস। তবে ভাইরাসের সঙ্গে যুদ্ধ করেই চালিয়ে যেতে হবে "নিউ-নর্মাল" দিনযাপন। তাই এবার থেকে মাসের প্রথম ও তৃতীয় শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক।

২০ জুলাইয়ের নির্দেশিকা  অনুযায়ী, চারটি শনিবারই সম্পূর্ণ বন্ধ থাকতো ব্যাঙ্কগুলি। কিন্তু সেখানেই আসছে বদল। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে দ্বিতীয় ও চতূর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। প্রথম ও তৃতীয় শনিবার মিলবে পরিষেবা।

এছাড়া বাড়ছে ব্যাঙ্ক খোলা থাকার সময়ও। বেলা দুটোর পরিবর্তে বেলা চারটে পর্যন্ত ব্যাঙ্কের পরিষেবা মিলবে। যার ফলে উপকৃত হবেন গ্রাহকরা। আসতে আসতে এভাবেই করোনাকে সঙ্গী করেই পরিষেবা সচল হতে পারে রাজ্যে। ইতিমধ্যেই মেট্রো চালানোর ইঙ্গিত মিলেছে দুই সরকারের পক্ষ থেকেই।

আরও পড়ুন: প্রস্তুতি সারা, পুজোর আগেই কি চলবে লোকাল ট্রেন?

.