নিজস্ব প্রতিবেদন: স্ট্র্যান্ড রোড কাণ্ডে রাজ্য সরকারের ক্ষতিপূরণ নিয়ে টুইট করলেন বিজেপি নেতা অমিত মালব্য। টুইটে তিনি লিখেছেন, ৮ মার্চ পূর্ব রেলের সদর দফতরে মর্মান্তিক অগ্নিকাণ্ডের পরই ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহত পাঁচ  দমকলকর্মী ও এক পুলিসকর্মীর পরিবার পিছু দশ লক্ষ টাকা  ক্ষতিপূরণ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিহত চার রেলকর্মী ২৫ লাখ টাকা করে যে ক্ষতিপূরণ পাচ্ছেন, তার তুলনায় এই টাকাটা অনেকটাই কম। কারণ পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন কমিশন চালু করতে ব্যর্থ হয়েছে। ফলে রাজ্যের সামনের সারির যোদ্ধারা যে ক্ষতিপূরণ পাচ্ছেন তা ভারতীয় রেলের অফিসারদের তুলনায় অনেটাই কম। তাঁদের বেতনও অনেক কম। পিসি রাজ্য সরকারি কর্মীদের বঞ্চনা করছেন।



 



আরও পড়ুন: Strand Road অগ্নিকাণ্ডে কেন্দ্র-রাজ্য তরজা, Mamataর অসহযোগিতার অভিযোগ ওড়ালেন Piyush


পূর্ব রেলের দফতরে অগ্নিকাণ্ড নিয়ে জারি কেন্দ্র-রাজ্য চাপানউতোর চলছেই। কালও তিনি রাজ্য সরকারকে নিশানা করে একটি টুইট করেন। বলেন, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর অভিযোগ, রাজ্যে কোনও দুর্ঘটনা ঘটলেই সেই দায় অন্যের উপর দেন মুখ্যমন্ত্রী।