নিজস্ব প্রতিবেদন:  বুদ্ধগয়া বিস্ফোরণের মূল মাথা এবার এসটিএফের জালে। ধৃতের নাম আবদুল রহিম। মঙ্গলবার তাকে পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করা হয়। আবদুল রহিমের বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



২০১৮ সালের বুদ্ধগয়া বিস্ফোরণে এর আগে এসটিএফ-এর জালে ধরা পড়েছে আবদুল ওয়াহাব ও মৌলানা ইউসুফ। এই বিস্ফোরণে জেএমবি ধুলিয়ান মডিউলকে কাজ লাগিয়েছিল কওসর। এই মডিউলের মাথাতেই ছিল রহিম। বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে সাহায্য করত রহিম। পাশাপাশি মূল চক্রী কওসরকে জঙ্গি নিয়োগ করতেও সাহায্য করত।


পুলিসকে ছাড়াই দল চালান, সব কিছু ওদের জানানোর দরকার নেই, বিধায়কদের বললেন মমতা


বিস্ফোরণের পর থেকেই সে পলাতক ছিল। এই ঘটনায় ইতিমধ্যেই ধৃত আবদুল ওয়াহাব ও মৌলানা ইউসুফকে জিজ্ঞাসাবাদ করে রহিমের খোঁজ পায় পুলিস। মঙ্গলবার পূর্ব বর্ধমান থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিনই তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালত তাকে ১২ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে থানার নির্দেশ দিয়েছে।