নিজস্ব প্রতিবেদন: ধর্মঘটের আঁচ পৌঁছল ভূগর্ভেও। এই প্রথম ধর্মঘটীরা রুখে দিলেন মেট্রোও। মঙ্গলবার বিকাল তিনটে নাগাদ আচমকা প্ল্যাকার্ড ও পতাকা হাতে ময়দান মেট্রো স্টেশনে পৌঁছন। স্লোগান দিতে দিতে তাঁরা মেট্রো স্টেশনে ঢুকে পড়েন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সিপিএম নেতা সুজন চক্রবর্তীর জামিন নিয়ে চূড়ান্ত জটিলতা!


এরপর স্টেশনে মেট্রো ঢুকতেই চালকের কেবিনে ঢুকে পড়েন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির সমর্থকরা। কলকাতা পুলিসও সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে নামে। কিন্তু ধর্মঘটীদের বাগে আনতে কলকাতা পুলিসের মতো হিমশিম খেতে হয় আরপিএফকেও।


আরও পড়ুন: আলিপুরদুয়ারের জেলাশাসক পদ থেকে সরছেন ‘সিঙ্ঘম’ নিখিল!


ধর্মঘটীদের সঙ্গে পুলিসের সামান্য ধস্তাধস্তি, হাতাহাতিও হয়। পরে পুলিস বাহিনী গিয়ে স্টেশন থেকে ধর্মঘটীদের সরিয়ে দেয়। কিন্তু এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ থাকে। পরে মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যায়।  মেট্রো স্টেশনগুলিতে আরও পুলিস মোতায়েন করা হয়। তবে এর আগে ধর্মঘটের প্রভাব কোনওদিনও মেট্রোতে পড়েনি। এই প্রথম মেট্রোর চাকা রুখলেন ধর্মঘটীরা।


 


আরও পড়ুন: প্রতিরোধ! ঝান্ডা দিয়েই পাল্টা আক্রমণে সিপিএম, এলাকা ছাড়া হল তৃণমূল