নিজস্ব প্রতিবেদন:  ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ। ভর্তির অ্যাডমিশন টেস্টের দাবিতে বিক্ষোভ অবস্থানে অনড় পড়ুয়ারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শহরে রাতভর বৃষ্টিতে গেল গেল রব! একাধিক রাস্তায় কোমর সমান জল, বিপত্তি মেট্রো স্টেশনও


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে  কলা বিভাগে স্নাতক স্তরে অ্যাডমিশন টেস্ট স্থগিত হওয়ার জেরে অবস্থান বিক্ষোভ বসেছে পড়ুয়ারা। সোমবার রাত থেকে চলছে অবস্থান বিক্ষোভ। গত ৯ জুন নোটিশ হয়েছিল,  আগামী ৫ জুলাই স্নাতক স্তরে  অ্যডমিশন টেস্ট হবে।  কিন্তু সোমবার জানিয়ে দেওয়া হয় অ্যডমিশন টেস্ট স্থগিত করা হয়েছে।


এরপরেই সোমবার রাতে অবস্থান বিক্ষোভে বসে পড়ুয়ারা। রাতভর ঘেরাও করে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারকে। সকালেও ঘেরাও ওঠেনি।