প্রবীর চক্রবর্তী: শিয়ালদহ আর আহমেদ ডেন্টাল কলেজের অবস্থান তুলল পড়ুয়ারা। ইন্টার্ন ছাত্রীদের হোস্টেল খালি করার নির্দেশের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষ এবং সুপারকে ঘেরাও করে রাখে ছাত্রীরা। তাদের দাবি দীর্ঘদিন ধরে হোস্টেল সমস্যার সমাধান করার জন্য কর্তৃপক্ষকে বলা হলেও কোনও সুরাহা হয়নি। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এই ইন্টার্নরা গতকাল থেকে হাউস স্টাফে পরিণত হয়েছে। প্রথম বর্ষের ছাত্রীদের হোস্টেলের প্রয়োজন তাই হাউস স্টাফ হলে তাদের হোস্টেল পাওয়ার কোনও যোগ্যতা নেই। প্রকাশ চন্দ্র রায়, বিভাগীয় প্রধান শনিবার সকালে বৈঠক করতে এসেছিলেন। তিনি রাত ১২ টা নাগাদ বেরিয়ে যান। ছাত্রীদের বক্তব্য সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:Molestation in Kolkata Hospital: শহরের নামী হাসপাতালের ওটি'তেই শ্লীলতাহানি! শরীরে মিলল একাধিক কালশিটে দাগ


দফায় দফায় আলোচনা হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি বলে জানা গিয়েছে। কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন ইন্টার্ণরা থাকবেন কিন্তু তাঁরা কীভাবে থাকবেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আন্দোলনকারীরা এই প্রশ্ন তুলছেন। তাঁরা জানিয়েছেন রবিবার থেকে প্রথম বর্ষের পড়ুয়ারা আসবে। হোস্টেলের ঘর তাঁদের জন্য অ্যালট করা হয়েছে। এই অবস্থায় একসঙ্গে কীভাবে থাকা সম্ভব সেই প্রশ্ন তুলেছেন আন্দলকারীরা।


আরও পড়ুন: Dilip Ghosh: 'রাজ্যবাসী শীতে কাঁপছে, দিদি সিবিআই-এ', প্রাতঃভ্রমণে গিয়ে কটাক্ষ দিলীপের


রবিবার সকালে কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য আধিকারিকরা বেরিয়ে গেলেও অবস্থান চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। তাঁরা জানিয়েছেন গত বেশ কিছু বছর ধরেই এই সমস্যা নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন পড়ুয়ারা। একই সঙ্গে ডিসেম্বর মাসের দুই তারিখ প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে আসেন পড়ুয়ারা। তাঁরা জানিয়েছেন অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে আগামিদিনেও পড়ুয়ারা একই সমস্যার সম্মুখীন হবেন। তাঁরা জানিয়েছেন যে ছাত্রীদের হোস্টেলে পড়ুয়ার তুলনায় ঘরের সংখ্যা কম।     


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)