নিজস্ব প্রতিবেদন: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বন্ধু। চাকরি তো হয়নি বরং অগ্রিম টাকাও ফেরত পায়নি পড়ুয়া। শেষপর্ষন্ত অভিযেগোর ভিত্তিতে ছাত্রকে গ্রেফতার করল আর্মহাস্ট থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  প্রবল বৃষ্টিতে লিস নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে গ্রামে


মোটা টাকার বিনিময়ে বন্ধুকে প্রাইমারি শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামি হিস্ট্রির পড়ুয়া আমিরুল হোসেন খান। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাঁরই বন্ধু আবদুস সালাম।



বীরভূমের বাসিন্দা আবদুস সালামের অভিযোগ, ৮ লাখ টাকার বিনিময়ে তাকে প্রাইমারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় আমিরুল হোসেন খান। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা আমিরুলকে অগ্রিম ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয় বলে অভিযোগ সালামের। কিন্তু চাকরি হয়নি।


পড়াশোনা সূত্রে দুজনেই থাকে কলকাতার কারমাইকেল হোস্টেলে। বহুদিন কেটে যাওয়ার পরও কোনও চাকরি হয়নি বা অগ্রিম টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ সালামের।


আরও পড়ুন-মার্কিন সফরে হোয়াইট হাউসেই থাকবেন ইমরান


এদিকে, সালামের অভিযোগ অস্বীকার করেছে আমিরুল। তার দাবি, সালাম নিজেই চাকরির কথা বলেছিল। তাকে টাকা দিতে নিষেধ করার পরও সে তা শোনেনি। নিজের ইচ্ছেতেই টাকা দিয়েছে।