ওয়েব ডেস্ক: নতুন সেশন শুরুর পর কেটে গেছে ৩ মাস। সরকারি বাংলা ব্যাকরণ ও ইংরাজি বই হাতে পায়নি ষষ্ঠ ও অষ্টম শ্রেণির অসংখ্য পড়ুয়া। সে তালিকায় রয়েছে খোদ শিক্ষামন্ত্রীর এলাকার একাধিক স্কুল। ভোটের ব্যস্ততার মাঝে কবে মিটবে এই সমস্যা? চিন্তায় ছাত্র-শিক্ষক দুই পক্ষই।


নতুন ক্লাস। ফুলদমে শুরু হয়ে গেছে পড়াশোনা। অথচ বই নেই। অদ্ভুত সমস্যায় রাজ্যের সরকারি স্কুলের ক্লাস সিক্স ও এইটের অসংখ্য পড়ুয়া।
গোলমালটা বেধেছে ক্লাস সিক্সের বাংলা ব্যাকরণ ও ক্লাস এইটের ইংরাজি বই ব্লসমকে ঘিরে। দুই ক্লাসের পড়ুয়াদের জন্য বই দুটি ছাপায় রাজ্য শিক্ষা দফতর। বিনামূল্যে প্রতিটি স্কুলে পৌছে দেওয়ার দায়িত্বও তাদেরই। কিন্তু, রাজ্যের অধিকাংশ এলাকায় এখনও পৌছয়নি বই। সে তালিকায় রয়েছে খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিমের অসংখ্য স্কুল।
এপ্রিলে পরীক্ষা। কী করে শেষ হবে সিলেবাস? অথৈ জলে শিক্ষকরা। যদিও, শিক্ষা দফতরের আশ্বাস শিগগিরি পাওয়া যাবে বই।