নিজস্ব প্রতিবেদন: চিকিৎসাধীন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে রবিবার হাসপাতালে গেলেন শিল্পী শুভাপ্রসন্ন। রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কুশল জানেন তিনি। বেরিয়ে শুভাপ্রসন্ন বলেন, 'আমরা চাই ওর মতো সৎ মানুষ থাকুক।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সিঙুর আন্দোলন ও পরবর্তী সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী ব্যক্তি আক্রমণ করে যে লাগাতার প্রচার হয়েছিল তার অগ্রভাগে ছিলেন চিত্রকর শুভাপ্রসন্ন। তৃণমূলের সমর্থনে প্রকাশ্যে সোচ্চার ছিলেন তিনি। যার ফলে রেলের স্থায়ী কমিটির পদে ঠাঁই হয় তাঁর। তবে তৃণমূল ক্ষমতায় আসার পর সারদাকাণ্ডে নাম জড়ালে ধীরে ধীরে প্রচ্ছন্নে চলে যান তিনি। এহেন শুভপ্রসন্ন রবিবার যান অসুস্থ বুদ্ধবাবুকে দেখতে। 


এদিন হাসপাতাল থেকে বেরিয়ে শুভাপ্রসন্ন বলেন, 'আগের থেকে একটু ভাল আছেন। এই চিকিৎসা হত না। তিনি কারও সেবা নিতে চান না বলেই বাড়ি যেতে চাইছেন। আমরা চাই ওঁর মতো সৎ মানুষ থাকুক।'


শুভাপ্রসন্নের এহেন মন্তব্যকে বোধদয় বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।