নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারবেন বলে দাবি করে গিয়েছেন দিলীপ ঘোষ। নিজের গড়েই এমন খোঁচা খেয়ে স্বভাবতই চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের জনসভায় তিনি বলেন,''যে কোনও কেন্দ্র ঠিক করুন শুভেন্দু অধিকারী লড়বে।''        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামের রেয়াপাড়াতে অভিনন্দনযাত্রায় শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। অধিকারীগড়ে দাঁড়িয়ে দিলীপ শুভেন্দুর উদ্দেশে হুঙ্কার দিয়েছিলেন,''নন্দীগ্রামে ২০০১ সালে জিতব। আগামী বিধানসভায় কোথায় দাঁড়াবেন এখনই জায়গা বেছে নিন, এখানে দাঁড়ালে আমরা হারাবই।'' বিজেপির রাজ্য সভাপতির এমন খোঁচা হজম হয়নি শুভেন্দুর। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন। শুভেন্দুর কথায়,''রাজ্যের যে কোনো কেন্দ্র ঠিক করুন,  শুভেন্দু অধিকারী লড়বে।  তবে শর্ত একটাই  প্রতিদ্বন্দ্বী হোন দিলীপ ঘোষ। তবে রিজার্ভ আসন যেন না হয়, ওখানে তো দাঁড়াতে পারব না।''