নিজস্ব প্রতিবেদন: হাসপাতাল থেকে 'ছুটি' পেলেন সুব্রত মুখোপাধ্যায়। মঙ্গলবার সন্ধেয় এসএসকেএম থেকে ছাড়া হয় বর্ষীয়ান নেতাকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিয়মরক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে যান সুব্রত মুখোপাধ্যায়। সেখানে নথিপত্রে সইসাবুদ করে বাড়ির পথ ধরে তাঁর গাড়ি৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা, শেষপর্যন্ত শীর্ষ আদালত থেকে নারদ মামলা প্রত্যাহার CBI-এর


গত ১৭ মার্চ নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই৷ সে দিনই তাঁদের অন্তর্বর্তী জামিন দেয় নিম্ন আদালত৷ সেই রায় হাইকোর্টে চ্যালেঞ্জ করে সিবিআই। স্থগিতাদেশের নির্দেশ দেয় হাইকোর্ট। রায়ে ধৃতদের নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় রাতেই সুব্রত, মদন ও শোভনকে ভর্তি করা হয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে৷ তার পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে মামলা গড়ায় বৃহত্তর বেঞ্চে। গৃহবন্দির নির্দেশ দেওয়া হয় সুব্রতদের৷ রবিবার শোভন বাড়ি ফেরেন। আজ ছাড়া পেলেন সুব্রত। আদালতের নির্দেশ মেনে গৃহবন্দিই থাকবেন রাজ্যের মন্ত্রী।