নিজস্ব প্রতিবেদন: দু'জন আগেই ভর্তি হয়েছিলেন। বেলা গড়াতে ফের হাসপাতালে আনা হয় আর একজনকেও। মদন-শোভন-সুব্রতের চিকিত্‍সায় তত্‍পরতা তুঙ্গে SSKM-এ। রাজ্যের ৪ হেভিয়েট নেতার জন্য ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ড গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই কমিটিতে রয়েছে মেডিসিন, কার্ডিওলজি, চেস্ট-সহ চারটি বিভাগের বিশেষজ্ঞ চিকিত্‍সকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নারদ মামলায় আইনি লড়াই অব্যাহত এখনও। জামিন রায়ে হাইকোর্টের স্থগিতাদেশের পর সোমবার রাতে পুলিসি প্রহরায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে আনা হয় প্রেসিডেন্সি সংশোধানাগারে। ভোররাতে সংশোধানাগারে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তড়িঘড়ি দু'জনকেই ভর্তি করা হয় SSKM-র উডবার্ন ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রকে অক্সিজেন দিতে হয়। তাঁর কোভিড পরীক্ষা হয়। হয় চেস্ট এক্স-রেও। দুপুরে কামারহাটি বিধায়কের সঙ্গে দেখা করতে আসেন ছেলে শুভরূপ। নিয়মাফিক রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে, কোভিড টেস্ট ও এসিজি করা হয় শোভনেরও। 



আরও পড়ুন: প্রেসিডেন্সির চার দেওয়ালে কীভাবে রাত কাটালেন সুব্রত, ফিরহাদ?


সোমবার রাতে সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের আর এক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও। তখন তাঁকে SSKM-এ আনা হলেও, পরে ফের পাঠিয়ে দেওয়া হয় সংশোধানাগারে। ঘড়িতে তখন সকাল সাড়ে দশটা। পুলিসের গাড়িতে এদিন ফের হাসপাতালে আসেন সুব্রত। আপাতত নেবুলাইজার দেওয়া হচ্ছে তাঁকে। জানা গিয়েছে, সুব্রত, শোভন ও মদনের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। তার উপর মদন মিত্রকে যখন SSKM-এ আনা হয়, তখন তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা যথেষ্ট কম ছিল। তিনজনেই মূলত বুথে ব্যাথা, সুগার বেড়ে যাওয়ার মতো সমস্যায়ও ভুগছেন। নেতাদের চিকিত্‍সায় চার সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।