নিজস্ব প্রতিবেদন: বারবার কার্ডিয়াক অ্যারেস্ট! হৃদযন্ত্র প্রায় বেহাল! এমনই সঙ্কটজনক এক রোগীকে নিয়ে মধ্যরাতে হাসপাতালে হাজির পরিজনরা। জরুরিকালীন পরিস্থিতিতে তাঁর চিকিত্সা শুরু করে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। পরের দিন বৃদ্ধের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়ে। এদিকে, হৃদযন্ত্রের অবস্থা খারাপ, পেসমেকার বসানো জরুরি! তাহলে উপায়? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'রাজ্যকে না জানিয়েই রেসিডেন্ট কমিশনারকে আমপান-এর বৈঠকে ডেকেছে কেন্দ্র', ক্ষুব্ধ মমতা


প্রোটোকল মেনে, প্রবল সতর্কতা অবলম্বন করে সেই কোভিড আক্রান্তের হার্টে পেসমেকার বসালেন ডঃ দেবাশিস ঘোষ এবং তাঁর টিম! অস্ত্রোপচার সফল হয়েছে। রোগীকে নিয়ম মেনে কোভিড-স্পেশ্যাল ওয়ার্ডে রাখা হয়েছে। অসাধ্যসাধন মনে হচ্ছে কি? ডাক্তাররা কিন্তু বলছেন, এই পরিস্থিতিতে এভাবেই চিকিত্সা করাতে হবে। করোনা-আবহের মধ্যে দাঁড়িয়েও অন্যান্য রোগীর চিকিত্সা থামিয়ে রাখা যাবে না! কোভিড-সংক্রমিত বৃদ্ধের শরীরে সফল অস্ত্রোপচার করে নতুন  নজির অ্যাপোলোর।