নিজস্ব প্রতিবেদন: মমতার জোটবার্তা প্রত্যাখ্যান করল সিপিএম। শুধু তাই নয়, মমতা দিবাস্বপ্ন দেখছেন বলেও কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। তাঁর দাবি, বাংলায় বিজেপির শ্রীবৃদ্ধির নেপথ্যে রয়েছে তৃণমূলই। তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানো সম্ভব নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন বিধানসভায় রাজ্যে বিজেপির উত্থান রুখতে সিপিএম-কংগ্রেস জোট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই বার্তায় সাড়া দিতে নারাজ সিপিএম। এমনকি রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্য মমতাকেই দায়ী করেছেন সুজন চক্রবর্তী। তাঁর কথায়,''বিজেপিকে বাড়িয়েছে তৃণমূলই। তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানো সম্ভব নয়''। 



বিজেপি নেতা মুকুল রায় কটাক্ষ করেছেন, তৃণমূলের একার পক্ষে বিজেপি রোখা সম্ভব নয় বলে স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল এখন রাজ্যে ক্ষয়িঞ্চু শক্তি। সেই সুরেই সুজন চক্রবর্তী বলেন,''তৃণমূল ডুবন্ত নৌকো। আমরা সকলে মমতার পাশে দাঁড়াব, এমন দিবাস্বপ্ন দেখবেন না। আসন আপাতত কমলেও বামফ্রন্টের কোনও বিকল্প নেই''।


এদিন বিধানসভার অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''সিপিএম, কংগ্রেস দেশকে ধ্বংস করবে, আমি বিশ্বাস করি না। আমাদের একসঙ্গে প্রতিরোধ গড়া দরকার। বিজেপি ছাড়া বাংলার অন্যান্য রাজনৈতিক দলগুলি সত্''। তিনি আরও বলেন, “বিজেপি সব প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে।” 


আরও পড়ুন- আপনাদের ভালোই বলছি, বাম-কংগ্রেসকে বার্তা ‘স্নেহময়ী’ দিদির