নিজস্ব প্রতিবেদন: সোমবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে (TMC) যোগ দিলেন বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan) স্ত্রী সুজাতা খাঁ। তৃণমূল ভবনে তাঁর হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন সৌগত রায়। তাঁর সঙ্গে ছিলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য,'নেত্রীর নেতৃত্বেই এবার থেকে কাজ শুরু করব। বিজেপি যোগ্য লোককে সম্মান দেয় না। সুযোগ সন্ধানীরা ক্ষমতা পাচ্ছে। যাঁরা লড়াই করে তাঁরা বঞ্চিত।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লড়াই করেও বিজেপিতে তিনি বঞ্চিত হয়েছে বলে দাবি করেন সুজাতা। তাঁর কথায়,'যখন বিজেপি করতে শুরু করেছিলাম, তখন জানতাম না বিজেপি ২ থেকে ১৮ যেতে পারে বা জিরো থেকে হিরো হতে পারে। বিষ্ণুপুরে ছুটে বেড়িয়েছিলাম। তারপরও বিজেপির হয়ে লড়াই করেছি। কিন্তু সম্মানের জায়গায় জিরো।' কারও নাম না নিয়ে সুজাতা আরও বলেন,'যে দলটার বিরুদ্ধে লড়াই করছিলাম, সেই দলের পচা আলুরা যোগ দিচ্ছে বিজেপিতে। কোন সাবান মেখে চোর সাধু হয়ে যায়, সেই সাবান বা ওষুধ খুঁজে পাইনি। অথচ আমাদের মতো যাঁরা রক্ত দিয়েছে, তাঁরা বঞ্চিত।' 


বাংলায় বিজেপির মুখ কে? সেই প্রশ্ন তুলেছেন সুজাতা। তাঁর কথায়,'মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঝাঁসির রানিকে দেখতে পাই। আগামী দিনে আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাব। রাজ্যে একটা মুখ্যমন্ত্রীর পদ। মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীর লোভ দেখিয়ে যোগদান করাচ্ছে বিজেপি। ৬ জন মুখ্যমন্ত্রী হতে চাইছেন। ১৩ জন উপমুখ্যমন্ত্রিত্বের লড়াই। আর বাকি মন্ত্রিত্ব তো বাদই দিন!'    


আরও পড়ুন- প্রিয় নেত্রীর সঙ্গে কাজ করতে চাই, TMC-তে যোগ দিচ্ছেন BJP MP Soumitra-র স্ত্রী Sujata