SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার `কালীঘাটের কাকু`!
এদিন সিজিও কমপ্লেক্স সুজয়কৃষ্ণ ভদ্রকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, জেরায় একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।
পিয়ালী মিত্র ও বিক্রম দাস: শিক্ষক নিয়োগ মামলায় সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরায়। অবশেষে গ্রেফতার 'কালীঘাটের কাকু'। সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করল ইডি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডির হেজাজতে তৃণমূলের সাসপেন্ডেড যুবনেতা কুন্তল ঘোষ। তাঁর মুখেই প্রথম 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। ইডি সূত্রে খবর, ৩টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে। গত এক সপ্তাহ ধরে ওই সমস্ত কোম্পানির ডিরেক্টর, হিসাবরক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এরপর সিজিও কমপ্লেক্সের তলব করা হয় স্বয়ং সুজয়কৃষ্ণকে!
ইডি সূত্রের খবর, ঘড়িতে তখন ১১টা। এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান 'কালীঘাটে কাকু'। ১২ ঘণ্টারও বেশি ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কেন গ্রেফতার? জেরায় বেশ কয়েকটি প্রশ্নে সুজয়কৃষ্ণের জবাব সন্তোষজনক নয়। বেশ কয়েকটি প্রশ্নে আবার জবাব এড়িয়েও গিয়েছেন তিনি।