কমলিকা সেনগুপ্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থান বিধানসভা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের বাইরে অপেক্ষায় বিজেপি বিধায়ক সুনীল সিং। কানাঘুষো, বিজেপি ঘুরে তৃণমূলে ফিরতে চাইছেন নোয়াপাড়ার বিধায়ক। তবে তাঁকে দলে নেওয়া হবে না বলে অবস্থান স্পষ্ট করেছে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্ব। 


লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিংয়ের আত্মীয় সুনীল। গাড়ুলিয়া পুরসভার চেয়ারম্যানও ছিলেন তিনি। ১২ জন কাউন্সিলরকে নিয়ে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। ওই পুরসভাটিও গিয়েছিল বিজেপির দখলে। কিন্তু সেটি ধরে রাখতে পারেননি দিলীপ ঘোষরা। একে একে নিভেছে দেউটি। বস্তুত উত্তর ২৪ পরগনায় একাধিক পুরসভায় ক্ষমতায় এসেও 'শিবরাত্রির সলতে'ও বাঁচাতে পারেননি মুকুল-অর্জুনরা। উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর জল্পনা, তৃণমূলে ফিরে যেতে চলেছেন সুনীল সিং। সেই জল্পনাকে আরও উস্কে দিল বিধানসভার ছবি। জ্যোতিপ্রিয় মল্লিকের কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল নোয়াপাড়ার বিধায়ককে। তৃণমূলের অন্দরের খবর, ঘাসফুলে ফিরতে চাইছেন সুনীল। বিজেপি বিধায়ক অবশ্য মুখে বলেছেন,''বন্ধুকে নিয়ে গিয়েছিলাম। মন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারি। আমি যোগ দেব কেন? ওরা যোগদান করবে।''



'সুভাহ কা ভুলা সাম ওয়াপস আয়ো তো উসে ভুলা নেহি ক্যাহতে' না মোটেই এমন ভাবনায় বিশ্বাসী নয় উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্ব। বরং একের পর এক পুরসভা, এমনকি অর্জুন সিংয়ের হাত থেকে ভাটপাড়়া ছিনিয়ে নেওয়ার পর আত্মবিশ্বাসী জ্যোতিপ্রিয় মল্লিকরা। এখনই 'ঘর ওয়াপসি' হচ্ছে না সুনীলের। তবে বিজেপি ছেড়ে তিনি সত্যিই তৃণমূলে ফিরলে স্বাভাবিকভাবেই অস্বস্তি পড়বে রাজ্য বিজেপি। এমনিতেই পুরসভা হারিয়ে মুখ পুড়েছে তাদের। এবার বিধায়ক হারালে.... 


আরও পড়ুন- আসলে এনকাউন্টার স্পেশালিস্ট দেশ চালাচ্ছেন, হায়দরাবাদ পুলিসের বিরোধিতায় সেলিম