সুনীতার চোখে মাদার
উনিশশো সাতষট্টি থেকে আটানব্বই। তিন দশক ধরে কাছ থেকে মাদারকে দেখেছেন পার্ক স্ট্রিটের সুনীতা কুমার। তাঁর লেখা বই থেকেই মাদারকে চিনেছে বিশ্ব। সেন্টহুড নিয়ে কী বলছেন তিনি?
ওয়েব ডেস্ক: উনিশশো সাতষট্টি থেকে আটানব্বই। তিন দশক ধরে কাছ থেকে মাদারকে দেখেছেন পার্ক স্ট্রিটের সুনীতা কুমার। তাঁর লেখা বই থেকেই মাদারকে চিনেছে বিশ্ব। সেন্টহুড নিয়ে কী বলছেন তিনি?
মাতৃবন্দনার প্রস্তুতিতে মজে বাঙালি। আর এই শহরের মায়ের বন্দনা আজ বিশ্ব দরবারে। তিনি রক্তমাংসের মা। তাঁর ছোঁয়ায় মিলিয়ে গেছে সব যন্ত্রনা। তেমনই একজন সুনীতা কুমার। প্রাক্তন টেনিস তারকা নরেশ কুমারের স্ত্রী। পরের তিন দশক বারবার ছোঁয়া পেয়েছেন মায়ের। ঘিঞ্জি বস্তি থেকে একাত্তরের যুদ্ধের শরণার্থী শিবির। সর্বত্রই সেবিকা বিশ্বজননী। তাঁর লেখা বইয়ের মাধ্যমে ছড়িয়ে পড়েছে মহিমা। বিশ্ব জেনেছে মাদারকে।
আরও পড়ুন- ইউরোপে যাওয়ার আগে ধর্মঘট নিয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
মাতৃবন্দনায় মুছে গেছে রাজনৈতিক বিভাজন। রোমে সমবেত মমতা, সুষমা, অরবিন্দ কেজরিওয়াল। সকলেই মাদারের প্রতিনিধি। তেমনটাই তো চেয়েছিলেন মাদার। বিভাজন মুছে গিয়ে সকলের মিলন। উগ্রতা ভুলে সেবা।