ওয়েব ডেস্ক: পুজো এবার ঝলমলে। ভিলেন হচ্ছে না বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর কটা দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শরতের মেঘে দিনের বেলা কোথাও


কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রাতের দিকে আকাশ পরিস্কার থাকবে। ফলে বিকেল থেকে প্যান্ডেল হপিংয়ে বাদ সাধবে না আবহাওয়া।
গত এক দশক ধরে প্রায় প্রতিবারই পুজোর সময় বৃষ্টি লেগে থাকে। বাঙালির সব থেকে বড় উত্সব বিঘ্নিত হয়ই। সেখানে এবার আগে থেকে আবহাওয়া দফতর যখন জানিয়েদিয়েছে যে, এবার অন্তত রাতে বৃষ্টির সম্ভবনা নেই, তাতে খুশির রেশ ব্যাবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই। যাক এবার পুজোয় অন্তত নতুন জামা-কাপড় পরে কাকভেজা হয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে হবে না।