ওয়েব ডেস্ক: মেরিট লিস্টে নাম রয়েছে। মনোনীত করেছে বিশ্ববিদ্যালয়। কিন্তু, কলেজ বলছে সিট ওভারলোড। অদ্ভূত যুক্তি দেখিয়ে চার অনগ্রসর ছাত্রীকে তিনদিন ধরে ঘোরাচ্ছেন সুরেন্দ্রনাথ কলেজের টিচার ইনচার্জ। কেন? এখানেই মিলছে অনিয়মের গন্ধ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুরেন্দ্রনাথ কলেজে আজব কাণ্ড- ST/SC কোটা 'ওভারলোড'! ৪ পড়ুয়াকে ফেরাল কলেজ, অবাক বিশ্ববিদ্যালয় কর্তাও। সংরক্ষিত আসনে সেকেন্ড লিস্টে নাম ওঠে এদের চারজনের। বিশ্ববিদ্যালয় পাঠায় সুরেন্দ্রনাথ কলেজে। ভর্তির তারিখ এক থেকে তিন অগাস্ট। কিন্তু, ভর্তি হতে পারেননি।


কোটা 'ওভারলোড'! সিট ওভারলোড? তা কী করে সম্ভব? কোন কলেজে কল সিট খালি তা জেনেই তো নাম পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়। অবাক বিশ্ববিদ্যালয় কর্তা!