নিজস্ব প্রতিবেদন: রাজ্যে টিকাকরণে গরমিলের অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে ফোনে নিজের আশঙ্কার কথাও বলেছেন বলে টুইটারে জানিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মঙ্গলবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) টুইটারে লিখেছেন, ''রাজ্যে টিকা বণ্টনে ব্যাপক গরমিল নিয়ে উদ্বেগে রয়েছি। এনিয়ে কথা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে। তাঁর পরামর্শে নির্দিষ্ট ঘটনার বিস্তারিত রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব পাঠাচ্ছি।''       



শুভেন্দুর অভিযোগ নিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, সোমবার টিকাকরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, দেশের মধ্যে শীর্ষ টিকা দেওয়ায় শীর্ষে বাংলা। তিনি বলেন,''১ কোটি ৪১ লক্ষ ডোজ দেওয়া হয়েছে বাংলায়। ১.১ কোটি লোককে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪০ লক্ষকে। নিজের টাকায় ভ্যাকসিন কিনছি। মে মাসে ১৮ লক্ষ ডোজ কিনেছি। জুনে আরও ২২ লক্ষ কিনছি। এর জন্য ১১৪ কোটি টাকা খরচ হচ্ছে।''


আরও পড়ুুন- কমল কাজের সময়,৫ শিফটের পর ২-৩ দিন ছুটি, ডাক্তার-নার্সদের স্বস্তি নতুন নির্দেশিকায়