নিজস্ব প্রতিবেদন: 'কোউইন' (CoWIN) থাকতে 'ভেনভ্যাক্স' (Benvax) কেন? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কাছে নালিশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাংবাদিক বৈঠকে তিনি জানান,'গোটা দেশে কোউইন অ্যাপের মাধ্যমে টিকাকরণ হচ্ছে। অথচ পশ্চিমবঙ্গ সরকার বেনভ্যাক্স বলে আলাদা অ্যাপ চালু করেছে। স্বাস্থ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ করেছি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


টিকাকরণে রেজিস্ট্রেশনের জন্য 'কোউইন' (CoWIN) অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি রয়েছে রাজ্য সরকারের উদ্যোগে বেনভ্যাক্স' (Benvax) নামে পৃথক অ্যাপ। এটা সম্পূর্ণ বেআইনি বলে স্বাস্থ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন,'মাননীয় প্রধানমন্ত্রী ২১ জুন থেকে বিনা পয়সায় টিকাকরণ চালু করেছেন। গোটা দেশে কোউইন অ্যাপে নথিভুক্তকরণ হচ্ছে। বেনভ্যাক্স নামে আলাদা অ্যাপ চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছি। রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন। তিনি জানালেন, অন্য দু'টি রাজ্য আগে এমনটা করেছিল। ব্যবস্থা নিয়েছেন। এটা বেআইনি।' 


রাজ্যে টিকাকরণে কর্পোরেট সংস্থার মাধ্যমে ৫২৫ টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন,'টিকা দেওয়ার পর ৩১৫ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে নেওয়া হচ্ছে। আগামিকাল এ ব্যাপারে অভিযোগ করব।' পশ্চিমবঙ্গ যাতে আরও টিকা পায়, সেই অনুরোধও করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। 


আরও পড়ুন- নারদ-মামলায় CBI আইনজীবী-Suvendu সাক্ষাৎ, অভিযুক্তকে বাঁচাচ্ছে BJP? প্রশ্ন Kunal-র


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)