নিজস্ব প্রতিবেদন: ২ জুলাই থেকে শুরু বিধানসভার অধিবেশন। তার আগে বৃহস্পতিবার ফের দিল্লি দরবারে শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন শুভেন্দুর এই হঠাৎ দিল্লি সফর? এই নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও রাজনৈতিক মহলের একটা অংশের মতে, আসন্ন বিধানসভা অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কী হবে, সেই বিষয়ে আলোচনা করতেই বিরোধী দলনেতার দিল্লি যাত্রা। এছাড়া, বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই, ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব বিজেপি। ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন সম্প্রতি যে রিপোর্ট দিয়েছে, তাকেও নিজেদের জয় বলেই মনে করছে রাজ্য বিজেপি। এই পরিস্থিতিকে হাতিয়ার করে শাসক দলের উপর চাপ বাড়াতে আর কী কী কৌশল নেওয়া যায়, দুই শীর্ষ নেতার সঙ্গে সম্ভবত সেই বিষয়েও আলোচনা করবেন শুভেন্দু।


আরও পড়ুন: নির্দেশিকা জারি হলেও রাস্তায় নেই সরকারি-বেসরকারি বাস, চরম দুর্ভোগে যাত্রীরা


আরও পড়ুন: কলকাতায় আনা হল ধৃত চিনা নাগরিককে, উত্তরপ্রদেশ STF-এর হেফাজতে হান


পাশাপাশি, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শাসকদলকে আসন্ন অধিবেশনে কীভাবে ফাঁপড়ে ফেলা যায়, সূত্রের খবর সেই বিষয়েও নাড্ডা-শাহের থেকে টোটকা নেবেন বিরোধী দলনেতা।