নিজস্ব প্রতিবেদন: বিকেলে মুকুল রায়ের (Mukul Roy) সল্টলেকের বাড়িতে হাজির হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রায় আধ ঘণ্টা ধরে দু'জনের কথা হয়েছে বলে খবর। এটা সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তাঁর কথায়,'শুভেন্দু গণআন্দোলনের ফসল। অনেক কাছ থেকে দেখেছি। আমাদের দূরত্ব ছিল রাজনৈতিক কারণে। আমি বিজেপি নেতা ও তৃণমূলে ছিল। এখন একই দলে আছি। ও মনে করেছে যাই মুকুলদা-র সঙ্গে দেখা করে আসি। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ।' শুভেন্দুও জানিয়ে দেন, 'একই দলে আছেন, তাই এসেছেন।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাঁথিতে শুভেন্দুর গড়েই এ দিন সভা করেছে তৃণমূল (TMC)। ওই সভা থেকে শিশিরপুত্রকে 'মীরজাফর' বলে নিশানা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। এ নিয়ে মুকুল রায় (Mukul Roy) বলেন,'এর আগেও কাঁথিতে একাধিকবার শুভেন্দুকে দুর্বল করার চেষ্টা হয়েছিল। সফল হয়নি। শীলভদ্র বলে, বয়স হলে মানুষ অনেক কথা ভুলে যায়। সৌগত দার বয়স হয়েছে।'


বিধানসভা ভোটের ফল নিয়ে পিকে চ্যালেঞ্জ করেছেন বিজেপিকে। তার পাল্টা দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। মুকুল রায় এ দিন মন্তব্য করেন,'অমিত শাহ ও জেপি নাড্ডার নেতৃত্বে এগিয়ে চলেছে বিজেপি। সামনের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৫০টা আসন পাবে না। বিধায়কদের ফোনে ফোনে ভাই থাকা যাচ্ছে না। আর পিকে কে? মমতাদেবী তো দলে ওঁর অবস্থান বা  পারিশ্রমিকটা বলে দিলে পারেন। এটা না হলে জবাব দেব কীভাবে।' 


আরও পড়ুন- Suvendu মীরজাফরদের দলে নাম লেখাল, Mamata না গেলে নন্দীগ্রাম প্রচারে আসত না: Sougata