নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের একাধিক নেতার ভিআইপি সুরক্ষা পর্যালোচনা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২৫ জন নেতাকে নতুন করে নিরাপত্তা বা আগের চেয়ে বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। সূত্র জানাচ্ছে, সদ্য রাজ্যের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) পাচ্ছেন জেড ক্যাটাগরির নিরাপত্তা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, ২৫ জনের মধ্যে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেওয়া হচ্ছে জেড ক্যাটাগরির নিরাপত্তা। 8 জনকে ওয়াই প্লাস, ১০ জনকে ওয়াই ক্যাটাগরি, ৬ জনকে এক্স ক্যাটাগরির সিআইএসএফ (CISF) নিরাপত্তা দেওয়া হচ্ছে। এক্স ক্যাটাগরির সুরক্ষা পাচ্ছেন বিজেপি সাংসদ জন বারলা। বলে রাখি, শুভেন্দুকে 'জেড প্লাস' ক্যাটাগরির নিরাপত্তা দিত রাজ্য সরকার। কিন্তু মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরই তিনি ছেড়ে দিয়েছিলেন নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর,তাঁকে বুলেটপ্রুফ গাড়ি-সহ নিরাপত্তা দেওয়া হচ্ছে।


অন্যদিকে, বিজেপিতে শুভেন্দু অধিকারীর যোগদান পাকা বলে সূত্রের খবর। ১৭ ডিসেম্বর দিল্লিতে যাচ্ছেন তিনি। এরপর শনিবার নিজের গড়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গেরুয়াশিবিরে যোগ দেবেন শুভেন্দু।  এ দিনই একটি সভায় শুভেন্দু (Suvendu Adhikari) বলেন,'কেউ কেউ আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। অনেক বড় বড় পদে আছেন। আপনারা কিছু দিন পরে বুঝতে পারবেন। চট ঘেরা জায়গাটায় যাবে জনতা। তাঁদের আঙুলটা এমন জায়গায় টিপবে, আপনাদের অবস্থা অনিল বসু, লক্ষ্মণ শেঠ, বিনয় কোঙারের মতো হবে।'


আরও পড়ুন- ভগ্ন শরীরেও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কথা ভাবলেন Buddhadeb Bhattacharya