ভগ্ন শরীরেও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কথা ভাবলেন Buddhadeb Bhattacharya

Dec 15, 2020, 22:57 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তার মধ্যেও চিকিৎসক-নার্সদের কথা ভাবলেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী। 

2/5

বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এ দিন তিনি বলেছেন,'এই কঠিন সময়ে আপনাদের লড়াইকে কুর্নিশ। নিজেরাও সাবধানে থাকবেন।' 

3/5

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বারবার ধন্যবাদ জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসক কৌশিক চক্রবর্তী ও সৌতিক পান্ডা জানান, আজ বেশ খুশির মেজাজে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এতটা আনন্দে দেখে আমাদের‌ও ভাল লাগছে। 

4/5

চিকিৎসকরা জানিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে প্রোটিনের পরিমাণ অনেকটাই বেশি প্রয়োজন। চিকিৎসকদের তিনি কথা দিয়েছেন, সব নিয়ম মেনে চলবেন। দলের তরফে তাঁর সব সময়ের সঙ্গী সর্বানী সাঁধুখা জানিয়েছেন, বারবার চিকিৎসক, স্বাস্থ‍্যকর্মী ও সংবাদ মাধ্যমকে ধন‍্যবাদ জানিয়েছেন তিনি। সাবধানে কাজ করার পরামর্শ দিয়েছেন।

5/5

এ দিন বেলা ১১.৩৫ মিনিটে বাড়ি পৌঁছন তিনি। বাড়িতে বা বাড়ির বাইরে আগাগোড়াই ভিড় পছন্দ করেন না প্রাক্তন মুখ‍্যমন্ত্রী।