জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতায় এবার জোড়া মৃত্যু! 'পশ্চিমবঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে', কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর অনুরোধ করলেন বিরোধী দলনেতা। 'কোভিডের মতো ডেঙ্গি মোকাবিলায়ও সরকার সদা সচেষ্ট', পাল্টা দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংক্রমণে রাশ টানা যাবে কীভাবে? রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা। সঙ্গে মৃত্যুও! রাজ্যের তুলনায় কলকাতায় পজিটিভি রেট দ্বিগুণ। দক্ষিণ কলকাতায় সংক্রমণের ৮৫ শতাংশ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত শহরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ। গোটা রাজ্যে সংখ্যাটা ৫০ হাজার ছুঁইছুঁই! কলকাতায় ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন খোদ বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরার। এদিন মৃত্যু হল আরও ২ জনের।


দক্ষিণ কলকাতায় ট্যাংরা এলাকায় বাসিন্দা ছিলেন বুবাই হাজরা। ক্রিস্টোফার রোডে একটি বস্তিতে মা, স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। এনআরএস হাসপাতালে সাফাইকর্মী হিসেবে কাজ করতেন বুবাই। যে হাসপাতালে চাকরি করতেন, গত সোমবার থেকে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন সেই হাসপাতালেই। এদিন ভোররাতে মৃত্যু হয় বুবাইয়ের। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন কেষ্টপুরে বাসিন্দা মৃতের সোমনাথ দে। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তিনিও।


আরও পড়ুন: Mamata Banerjee: স্বাধীনতার লড়াইয়ের সূত্রে বাংলার সঙ্গে পঞ্জাবের সম্পর্ক অত্যন্ত গভীর: মমতা


কেন এমন পরিস্থিতি? পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর অভিযোগ, 'রাজ্য সরকারের অযোগ্যতার কারণেই এই পরিস্থিতি'। বিরোধী দলনেতার অভিযোগ অবশ্য আমল দিতে নারাজ তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, 'কে চিঠি পাঠালেন একজন বিশ্বাসঘাতক। যাঁকে চিঠি পাঠালেন, তাঁরা ভারতকে কোভিডময় করে দিয়েছিলেন। কারা আসবে, কেন্দ্রীয় টিম। কেন্দ্রীয় দল কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে কাজ করে'। তাঁর দাবি, 'কেন্দ্রীয় টিম এসে যদি সত্যি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে সেই কেন্দ্রীয় টিম, যাঁরা কোভিডের সময়ে এসে আইডি হাসপাতালে ভিজিটার বুকে লিখতে যেতে বাধ্য হয়েছিল, কোনও সরকারি পরিকাঠামো আমরা এত ভালো ব্যবস্থা দেখিনি, নিরপক্ষ টিম এলে একই সার্টিফিকেট দেবে। কোভিডের মতো ডেঙ্গি মোকাবিলাতেও সরকার সদা সচেষ্ট'।



এদিকে ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় চার মাস ধরে লাগাতার বৈঠক করছেন মুখ্যসচিব। এদিন স্বাস্থ্যভবনে বসে ভিডিয়ো কনফারেন্সে জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমও। প্রত্যেকটি জেলায় ডেঙ্গি টেস্ট আরও বাড়ানো ও আক্রান্তদের চিকিৎসা নজরদারি চালানো নির্দেশ দিয়েছেন তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)