নিজস্ব প্রতিবেদন- সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন যাঁরা, তাঁদের জন্য অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান। এমন মঞ্চ থেকেও নিজের পুরনো দল তৃমমূল কংগ্রেসকে আক্রমণ করার সুযোগ ছাড়লেন না শুভেন্দু অধিকারী। ভোট যত এগিয়ে আসছে, ততই যেন আক্রমণাত্মক হয়ে উঠছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী। তৃণমূলের প্রতি তাঁর বহুদিনের জমানো রাগ উগড়ে দিচ্ছেন সময়, সুযোগ বুঝে। এদিনও তিনি সেটাই করলেন। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী শুধু বিজেপি বন্দনাই করলেন না, তৃণমূলকে চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন। প্রকাশ্যে বললেন, ''তৃণমূল কংগ্রেস দলটা কোম্পানিতে পরিণত হয়েছে। লজ্জা করে ২১ বছর এই পার্টিটা করেছি বলে। হ্যাঁ, এখন আমার সত্যিই এটা ভেবে লজ্জা করে।'' পাশে বসা মুকুল রায়, তথাগত রায় তখন হাসি মুখে হাত তালি দিচ্ছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ''কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকতে হবে। না হলে বাংলার অর্থনৈতিক অবস্থা ভাল হবে না। দেশের সব রাজ্যে বিজেপির সরকার নেই। তবে একমাত্র বাংলা ছাড়া অন্য সব রাজ্য কেন্দ্রের প্রকল্পের সুবিধা মানুষকে দেয়। একমাত্র বাংলাতেই রাজ্য সরকারের জন্য ৭৩ লাখ চাষী কেন্দ্রের দেওয়া সুবিধা থেকে বঞ্চিত থাকে। বাংলাকে মোদীজির হাতে তুলে দিতে হবে। একমাত্র বিদেপিই পারে সোনার বাংলা গড়তে। ৩৪ বছর ধরে সিপিএম যেভাবে ভুল পথে রাজ্যকে চালিয়েছে, তৃণমূল আসার পরও একই চটিতে পা গলিয়েছে। রাজ্যের পরিস্থিতি যা ছিল তাই আছে।''


আরও পড়ুন-  LIVE: মোদীর নেতৃত্বে আমরা সোনার বাংলা গড়বই: কৈলাস বিজয়বর্গীয়


মঞ্চ থেকে এদিন আরও একটি বড়সড় দাবি করেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু। তিনি এদিন বলেছেন, ''ভারত কেশরি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের এদেশে থাকার সুযোগ করে দিয়েছেন। ওনার জন্যই আমরা এই দেশে, পশ্চিমবঙ্গে থাকার সুযোগ পেয়েছি। একমাত্র বিজেপিই পারে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল ভাবধারাকে বাস্তবায়িত করতে। একমাত্র বিজেপিই দেশমাতৃকার চরণের তলায় থেক সেবা করতে পারে। দেশের মানুষের হিতে কাজ করতে পারে।''