মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী
জল্পনার অবসান। এবার মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। জেড ক্যাটাগরি নিরাপত্তা ছেড়েছিলেন আগেই।
নিজস্ব প্রতিবেদন: জল্পনার অবসান। এবার মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। জেড ক্যাটাগরি নিরাপত্তা ছেড়েছিলেন আগেই। স্রেফ পাইলট কারই নয়, শুক্রবার ছেড়ে দিলেন মন্ত্রিত্বও। চিঠি দিলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে। সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গেরুয়াশিবিরে নাম লেখাতে পারেন রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণমন্ত্রী।
আরও পড়ুন: দিল্লিতে পৌঁছলেন মিহির, নাড্ডার উপস্থিতিতে আজই বিজেপি যোগদান
বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা ততই বাড়ছে। এরইমধ্যে বহস্পতিবার আবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বা HRBC চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান নন্দীগ্রামের বিধায়ক। ফলে জল্পনা বেড়ে যায় আরও কয়েকগুণ। HRBC-এর নয়া চেয়ারম্যান হন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শুভেন্দুর আগে ওই পদে তিনিই ছিলেন।