নিজস্ব প্রতিবেদন: মুকুল রায় (Mukul Roy) যোগ দিয়েছেন তৃণমূলে। বিধায়ক পদ থেকে এখনও ইস্তফা দেননি। তাঁকে আগামিকালের মধ্যে পদত্যাগের সময় বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নচেৎ বুধবার স্পিকারের কাছে আবেদন করবে বিজেপি (BJP)।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করে দলত্যাগ বিরোধী আইন যাতে পশ্চিমবঙ্গে কার্যকর হয় সেই আবেদন করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন,''বাংলায় গত ১০ বছর দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক দলবদল করেছেন। আমরা আশা করব যে তিনি তাঁর বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন। পদত্যাগ কালকের মধ্যে না করলে বুধবার স্পিকারকে দলত্য়াগ বিরোধী আইন কার্যকর করার জন্য লিখিতভাবে জানাব।''


আইনের পথে হাঁটার কথাও বলেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর কথায়,''বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব ও কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিষয়টি দেখছেন। আশা করি দ্রুত নিষ্পত্তি করবেন অধ্যক্ষ। বিগত ১০ বছরের মতো নিষ্পত্তি না হলে আমরা পরিষদীয় দল ঠিক করেছি আইনের পথে হাঁটব।''


খাতায় কলমে এখনও মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। গেরুয়া শিবিরের আশঙ্কা, বিগত বছরগুলির মতো এবারও হয়তো বিষয়টি ঝুলিয়ে রাখবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্ব বলছে, বাম ও কংগ্রেস বিধায়করা তৃণমূলে যোগ দিলেও দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেননি স্পিকার। তাঁরা বিধায়ক থেকে গিয়েছেন। শাসক দলের ভাবগতিক দেখে মনে হচ্ছে, মুকুলের বেলায় তার পুনরাবৃত্তি হতে চলেছে। এ দিন শুভেন্দু (Suvendu Adhikari) হুঁশিয়ারি দেন, আশা করছি অধ্যক্ষ মহোদয় সুবিচার করবেন। দিল্লিতে একসঙ্গে ২৬টি বিধায়কের পদ গিয়েছিল। উত্তরাখণ্ড ও মণিপুরেও দলত্যাগ বিরোধী আইনের প্রয়োগ ঘটেছিল। আমরা প্রস্তুতি নিয়ে নেমেছি। বিগত ১০ বছরের বিরোধী দলগুলির সঙ্গে বিজেপিকে মেলাবেন না। 


শুভেন্দুদের অভিযোগের প্রেক্ষিতে এ দিন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) বলেন,''পশ্চিমবঙ্গে গত ১০ বছরে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি বলে অভিযোগ করছেন বিরোধীরা। আমি বলে রাখি, দেশের অন্যান্য রাজ্যের মতো এখানেও তা চালু রয়েছে। শাসক বা বিরোধী বিধায়ক দলবদল করলে নিয়মানুসারে নিষ্পত্তি হবে।''     


আরও পড়ুন- রাজভবনের বারান্দায় BJP বিধায়কদের সঙ্গে ধনখড়; আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ Suvendu-র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)