নিজস্ব প্রতিবেদন: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিজেপি প্রার্থী কে? সেই জল্পনার মধ্য়েই কটাক্ষে ভরা টুইট করলেন বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy)। একই সঙ্গে মুখ্যমন্ত্রীকেও নিশানা করলেন ত্রিপুরা ও মেঘালয়ে প্রাক্তন রাজ্যপাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার টুইটে তথাগত রায় (Tathagata Roy) লেখেন, "পশ্চিমবঙ্গ বিজেপির উচিত ভবানীপুর উপনির্বাচনে সুবোধকে প্রার্থী করা।" কে এই সুবোধ? তাঁর পরিচয়ও দেন তথাগত রায়। টুইটে তিনি লেখেন, "ঐ যে, বিজেপি কার্যালয়ে ফুটফরমাশ খাটে, চপ-সিঙাড়া এনে দেয়! চপই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ!" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (Mamata Banerjee) খোঁচা দেন তিনি। পাশাপাশি মমতার (Mamata Banerjee) বিরুদ্ধে সুবোধ নামের ওই ব্যক্তিকে প্রার্থী করতে বলে দলেরও অস্বস্তি বাড়ান তথাগত রায়। তবে এই প্রথম নয়। আগেও বিভিন্ন মন্তব্য করে রাজ্য বিজেপি নেতাদের অস্বস্তি বাড়িয়েছেন ত্রিপুরা ও মেঘালয়ে প্রাক্তন রাজ্যপাল।


আরও পড়ুন: Kolkata: Suvendu-র রক্ষাকবচের বিরোধিতা, আগের রায়কে চ্যালেঞ্চ করে ডিভিশন বেঞ্চে রাজ্য



আরও পড়ুন: WB By-Poll: Mamata-র বিরুদ্ধে প্রার্থী 'শহিদ'-এর পরিজন? জল্পনা BJP-র অন্দরে


বিজেপি সূত্রের খবর, ভবানীপুরে প্রার্থী নিয়ে ফোনে আলোচনা করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা (West Bengal BJP)। ওই আলোচনায় ৪ জনের নাম উঠে এসেছে। তাঁরা হলেন- দীনেশ ত্রিবেদী, তথাগত রায় (Tathagata Roy), রুদ্রনীল ঘোষ এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটে ভবানীপুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। পরাজিত হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে। অনির্বাণ গঙ্গোপাধ্যায় ছিলেন বোলপুরে বিজেপি প্রার্থী। নির্বাচনে হেরেছেন। ভোটের আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে ঢুকেছেন দীনেশ ত্রিবেদী। প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে তাঁকেই বিজেপি ময়দানে নামাতে পারে বলে জোর খবর। বিজেপি সূত্রের খবর, একুশের বিধানসভা ভোটেও প্রার্থী হতে চেয়েছিলেন তথাগত রায়। তবে তাঁকে টিকিট দেওয়া হয়নি। মমতার বিরুদ্ধে তথাগতর (Tathagata Roy) মতো পুরনো বিজেপি নেতাকে প্রার্থী করার ভাবনাচিন্তাও করছে নেতৃত্ব।