তাপমাত্রার ওঠানামা চলছেই! শহর কলকাতায় পারদ চড়ল ১৬ ডিগ্রির ওপরে
আজ বিকেলের পর ফের উত্তুরে হাওয়ার সামনে প্রাচীর হয়ে দাঁড়াতে পারে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা।
নিজস্ব প্রতিবেদন : শীত এসেও যেন আসছে না। ডিসেম্বরের শুরুতে শীতের কামড় থাকলেও তাপমাত্রার ওঠানামা চলছেই। বৃহস্পতিবার এক ধাক্কায় অনেকটাই নেমেছিল শহর কলকাতার তাপমাত্রা। ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে শুক্রবারের তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস (Temperature)। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
আরও পড়ুন- সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে টালা ব্রিজ ব্যবহার করে যাতায়াতকারী ১৯ রুটের ৫৫০ বাস!
আরব সাগরের ঘূর্ণিঝড় এর পরোক্ষ প্রভাবে উত্তর-পশ্চিম হওয়ায় বাধা পড়ছে। আজ বিকেলের পর ফের উত্তুরে হাওয়ার সামনে প্রাচীর হয়ে দাঁড়াতে পারে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা। তবে পূবালী হাওয়া বাড়লেও সোমবারের আগে আবহাওয়া পরিবর্তনের (Weather change) সম্ভাবনা কম বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কারই থাকবে। আগামী কয়েকদিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই কলকাতাসহ এরাজ্যে।