কয়লা পাচারকাণ্ডে তত্পর CBI, লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি
দীর্ঘক্ষণ গণেশ বাগোরিয়ার বাঙুর অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
নিজস্ব প্রতিবেদন: কয়লা পাচার কাণ্ডে আরও তত্পর সিবিআই। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলে মঙ্গলবার সকাল থেকেই। দীর্ঘক্ষণ গণেশ বাগোরিয়ার বাঙুর অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
আরও পড়ুন: "আমরা কোন BJP?", গাইঘাটায় প্রকাশ্যে আদি-নব্য দ্বন্দ্ব!
পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয় এ বিষয়ে। জিজ্ঞাসাবাদ করা হয় আবাসিকদেরও। এই ব্যবসায়ী মারফত কোনও প্রভাবশালীর কাছে টাকা পৌঁছত কি না, তা খতিয়ে দেখছে সিবিআই। গণেশ বাগোরিয়ার বাড়ি ছাড়াও আরও পাঁচ জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সূত্রের খবর, লালা ওই ব্যবসায়ীর মাধ্যমে পাচারের টাকা কলকাতায় নানা জায়গায় বিভিন্ন কোম্পানির নামে ব্যবসার কাজে খাটাত। লালার দশ জনের কোর টিমের মধ্যে অন্যতম মুখ হল গণেশ বাগেরিয়া। আয়কর বিভাগের হানার পর দুবাই পালিয়ে গিয়েছে গণেশ।