নিজস্ব প্রতিবেদন:  কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার সুপার স্পেশ্যালিটি বিল্ডিংয়ে চারতলার কার্নিশে পা ঝুলিয়ে বসে আছেন এক চিকিৎসাধীন রোগী! বিষয়টি চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণির কর্মীদের নজর আসতেই শুরু হয়ে যায় হুলুস্থুল। খবর যায় পুলিসে।
খবর যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। মাসখানেক আগেও কার্নিশে লাফিয়ে পড়া করোনা আক্রান্ত এক চিকিৎসাধীন রোগীকে নিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রত্যক্ষদর্শী চতুর্থ শ্রেণির কর্মীদের বয়ান অনুযায়ী,  শনিবার সকাল সওয়া সাতটা নাগাদ  কাঁচ ভাঙার আওয়াজ আসে চারতলা থেকে। ছুটে গিয়ে তাঁরা দেখেন, মেইল ওয়ার্ডের ৬ নম্বর বেডে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী জানালার কাচ ভেঙে কার্নিশে বসে আছেন।
 দ্রুত তাঁকে ধরাধরি করে ওয়ার্ডের ভিতর তাঁরা ঢোকান। অভিযোগ, এই রোগী শুক্রবার রাতে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন কয়েকজন রোগীকে মারধরও করেন ।


হাসপাতাল সূত্রে খবর,  উত্তর ২৪ পরগনার বাসিন্দা ৫৬বছর বয়সের ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই একটা পর একটা ঘটনা ঘটাচ্ছেন। গোটা বিষয়টি  নজরে দেখেছেন। ব্যবস্থা নেওয়া হচ্ছে


আরও পড়ুন: ফেসবুকে পরিচয়! স্কটল্যান্ডের বান্ধবীর সঙ্গে করোনা নিয়ে চ্যাট আর তারপরই ব্যবসায়ী খোয়ালেন ৫৫লক্ষ টাকা


খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বউবাজার থানার পুলিস। ওই ব্যক্তিকে নজরে রেখে দেওয়া হয়েছে। প্রাথমিক অনুমান,  মানসিক অবসাদে থাকতে পারেন ওই ব্যক্তি। ওই ব্যক্তি ওইভাবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।