1/6
2/6
photos
TRENDING NOW
3/6
গত ২১জুন চ্যাট চলাকালীন ওই মহিলা আশিসবাবুকে জানান, তাঁদের সংস্থা করোনা প্রতিষেধক ভ্যাকসিন ও ওষুধ নিয়ে গবেষণা করছে। ভারত থেকেই নেওয়া হচ্ছে এই ওষুধের কাঁচামাল। সেই কাঁচামাল যাঁরা পাঠাচ্ছেন, তাঁরা মোটা কমিশন পাচ্ছেন। আশিসবাবুকেও সে ওই কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেয়। প্রথমে তিনি না করে দেন। পরে অবশ্য মহিলার প্রস্তাবে রাজি হয়ে যান। তারপরই ওই মহিলা আশিসবাবুকে সাহায্য করার জন্য উঠেপড়ে লাগেন। ভাবখানা এমন, বিদেশি বন্ধুর উপকারের জন্য জান কবুল করে দিতেও প্রস্তুত! খুব তাড়াতাড়ি কাঁচামাল প্রস্তুতকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
4/6
5/6
6/6
দিনের পর দিন অতিক্রান্ত হওয়ার পরেও কাঁচামাল তাঁর জিম্মায় আসেনি। এমনকি তার কমিশনের যে টাকা তার পাওয়ার কথা ছিল সেই সংক্রান্ত আর বি আই-এর নাম করে একটি ভুয়ো মেল পান তিনি। তখন বুঝতে পারেন, প্রতারকচক্রের পাল্লায় পড়েছেন তিনি। এরপর বার বার সেইসব নম্বরে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু, ব্যর্থ হন। তিনি মোট তিনটি অ্যাকাউন্টে টাকা পাঠান। সেইসব অ্যাকাউন্ট রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বলে পরে জানা গিয়েছে। আশিসবাবু ইতিমধ্যেই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সি আইডিকেও পুরো বিষয়টি জানিয়েছেন তিনি। জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদবের বক্তব্য, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।
photos