নিজস্ব প্রতিবেদন: চৈত্রের কুড়ি দিন অতিবাহিত। অবশেষে প্রথম কালবৈশাখীর মুখ দেখল কলকাতা।  পূর্বাভাস ছিলই। দক্ষিণবঙ্গের আট জেলায় বইবে এই ঝড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছিল, মোটামুটি সন্ধে নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm and lightning) হালকা বৃষ্টিপাত হবে এবং বেগবান হাওয়ায় বইবে। হাওয়ার গতিবেগ বলা ছিল ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।


আরও পড়ুন: ৭৩ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের 'উষ্ণতম' স্থান হল ভুবনেশ্বর


আগামী কয়েকঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কোনও কোনও অঞ্চলে হালকা ও মাঝারি বৃষ্টিরপাতের (light to moderate rainfall) আশঙ্কার কথাও জানানো হয়েছিল। বলা হয়েছিল এই সময়ে সকলে যেন নিরাপদ আশ্রয়ে থাকেন এবং বজ্রপাতের সময়ে রাস্তায় না বেরনোই ভাল।


পূর্বাভাস সত্য়ি করে অবশেষে শহরে ঢুকল মরসুমের প্রথম কালবৈশাখী। শহরের হাইরাইজের মাথায় পড়ল ঘন কালো উড়ো মেঘের ছায়া। সন্নিহিত অঞ্চলেও হয়েছে অল্প ঝড়-বৃষ্টি।


আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়? জেনে নিন নিম্নচাপের হাল হকিকত