নিজস্ব প্রতিবেদন:  বেনজির উদ্যোগ ক্লাবের। পুজোর বাজেটের টাকায় পর পর অক্সিজেন সিলিন্ডার কিনছে ক্লাব। লক্ষ্য,  করোনা পর্বে এলাকায় শ্বাসকষ্টে ভোগা মানুষের প্রাণ বাঁচাতে বিনামূল্যে দ্রুত অক্সিজেন পৌঁছে দেওয়া।
ওঁদের বক্তব্য, “আগে প্রাণ বাঁচুক। পরে পুজো।” এই লক্ষ্যকে সামনে রেখেই করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে চাইছে কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ ক্লাব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ রাজ্যের  ক্লাব কালচারে যেন এক নতুন উদাহরণ তৈরি করতে চলেছে কেষ্টপুরের এই ক্লাব। পুজোর বাজেটের টাকা নিয়ে শুরু করেছে অক্সিজেন সিলিন্ডার কেনা। আধুনিকমানের বহু মূল্যের তিনটি সিলিন্ডার কিনেছে এই ক্লাব। বুধবার দিন সেই অক্সিজেন সিলিন্ডারগুলি কাজে লাগানোর জন্য তারা প্রচার শুরু করেছেন। বাড়িতে যদি কোনও মানুষের শ্বাসকষ্ট শুরু হয়,  তিনি যদি করোনা আক্রান্ত হন,  কিংবা তিনি যদি করোনা না হন,  যে কোন শ্বাসকষ্টে ভোগা মানুষ ক্লাবের নম্বরে ফোন করলেই ছেলেরা পিপিই, মাস্ক,  গ্লাভস পরে সম্পূর্ণ সুরক্ষিত হয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যাবে সেই বাড়িতে অসুস্থ মানুষের কাছে।

 এর জন্য কোন মূল্য গুনতে হবে না। লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো। 


আরও পড়ুন: প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, জানালেন ছেলে অভিজিত্
কেন এমন উদ্যোগ? ক্লাবের সম্পাদক রঞ্জিত চক্রবর্তী বলেন,  "পুজো সারাজীবন থাকবে। আমাদের ক্লাব এশিয়ান পেন্টস উইনার। সুতরাং পুজো নিয়ে আমরা ভাবছি না। আমরা এখন ভাবছি মানুষের পুজোতে মানুষ আগে বাঁচুক। মানুষ বেঁচে থাকলে, মানুষ সুস্থ থাকলে পুজো হবে। এ বছরে না হোক, পরের বছর, পরের বছর না হোক তার পরের বছর হবে। মানুষগুলোকে বাঁচানো, তাদের পাশে দাঁড়ানো, তাদের মনের সাহস বাড়ানো,  সামাজিক স্টিগমা দূরে সরিয়ে রাখা এগুলোই এখন মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “পাশে দাঁড়ানো,  তাদের মনের সাহস যোগানো এই জন্যই আমাদের ক্লাব সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। পুজোর বাজেট থেকে আমরা অক্সিজেন সিলিন্ডার কিনব মানুষকে বাঁচানোর জন্য। এখন মানুষকে বাঁচানো হোক। পুজো তো দেরি আছে। পুজোর ভাবনা পরে হবে।"


ক্লাবের থেকে নম্বার দেওয়া হয়েছে। নম্বারটি ক্লাবের পুজো কমিটির সেক্রেটারি রুমন চন্দের। 9830862255 এই নম্বরে ফোন করলে বাড়িতে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। এই করোনা সংক্রমণের সময় মানুষকে অনেকটা সাহায্য করবে বলে অনেকের ধারণা।