নিজস্ব প্রতিবেদন: বিষ খেয়েই আত্মঘাতী হয়েছেন চিকিত্সক। ফুলবাগানে চিকিত্সক সৌভিক মালের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। দেহের পাশ থেকে উদ্ধার হওয়া একটি সিরিঞ্জের সূত্র ধরেই তদন্তে এগোচ্ছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩০ জুন ফুলবাগানের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এক চিকিত্সকের দেহ। জানা যায়, ওই চিকিত্সক ডায়মন্ডহারবার মে়ডিক্যাল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন। তদন্তে নেমে পুলিস জানতে পারে, ঝাড়খণ্ডের এক পরিবারের কাছ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা নিয়েছিলেন। আদালতে এই মামলাটি বিচারাধীন।

আরও পড়ুন: মাথার খুলি উড়ে গিয়ে পড়ল টালির চালে! এমন বীভত্সতা টোটোর ব্যাটারি ফেটে!


এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সৌভিক। ৩০ জন ফুলবাগানে তাঁর নিজের ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়।