নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর তোলপাড় গোটা দেশ। সিপিএমের পর মোদী সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করল তাদের সংগঠন এসএফআই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উল্লেখ্য, সোশালে মিডিয়ায় ক্যাম্পেনের পাশাপাশি জম্মু কাশ্মীরের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিট। তাঁদের তরফে জানানো হয়েছে, কাশ্মীরি ছাত্র-ছাত্রীরা যেকোনও সমস্যায় যোগাযোগ করতে পারবেন তাঁদের সঙ্গে। কর্মসূচিতে সায় দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। কোনও কাশ্মীরি ছাত্র-ছাত্রী হোষ্টেলে থাকতে চেয়ে আবেদন করলে তৎক্ষনাৎ তাঁদের ব্যবস্থা করা হবে। 



আরও পড়ুন: ফারুক-ওমর-মেহবুবরা জঙ্গি? কোথায় তাঁরা? কেন্দ্রের কাছে জবাব চাইলেন মমতা


এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়ে বিজেপি-তৃণমূল আঁতাঁতের অভিযোগ করেছে বাম শিবির। গতকাল প্রস্তাবের বিরোধিতায় রাজ্যসভার অধিবেশনকক্ষ থেকে ওয়াকআউট করে তৃণমূল। সেই প্রসঙ্গ তুলে বিজেপি-তৃণমূলের তলায় তলায় যোগ রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম।